প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী, দেখা দিচ্ছে নতুন উপসর্গ

, জাতীয়

গুলশান জাহান সারিকা, স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-10-03 10:24:05

প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী। বৃষ্টির জমা পানি, ডোবা, নদীনালা, পানিতে বিস্তার বাড়ছে এডিস মশার। বছরজুড়ে ডেঙ্গুর প্রভাব না দেখা গেলেও জুলাই থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এ সময়টাকে ধরা হয় ডেঙ্গুর রেড জোন। এ সময় বিস্তার বাড়ে ডেঙ্গুর। আক্রান্ত হয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী।

বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে, যা আগে ছিল না। তবে বিচলিত না হয়ে সরকারি-বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান, সিটি করপোরেশনের দায়িত্ব সচেতনতা বাড়ানোর কথা বলছেন তারা।

সরেজমিনে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সোহরাওয়ার্দী হাসপাতালের তথ্য মতে, গেল বছর প্রায় ৫ হাজার রোগী ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন। চলতি বছর হাসপাতালটিতে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫২৭ জন। ক্রমে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালটিতে প্রতিদিন ২০ থেকে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন বলে জানায় কর্তৃপক্ষ।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা এ এস এম কামরুজ্জামান সুবর্ণ বার্তা২৪.কম-কে জানান, গত ২৪ ঘণ্টায় ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এখন বর্তমান ১২৬ জন রোগী ভর্তি আছেন, যার মধ্যে পুরুষের সংখ্যা বেশি। এখনো পর্যন্ত কারোর মৃত্যু হয়নি হাসপাতালটিতে। এবছর এখন পর্যন্ত ৫২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৪০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বাকিরা রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়।

এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৫২৮-২৯ নং ওয়ার্ড এ ভর্তি রয়েছেন ডেঙ্গু রোগী। কামরাঙ্গীর চরে কনস্ট্রাকশনের কাজ করেন সিরাজ। ৭ দিন ধরে জ্বর সাথে প্রচণ্ড পেটে ব্যথা, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা, হাসপাতালে আসলে ধরা পড়ে ডেঙ্গু প্লাটিলেট কমে ৪০ হাজারে দাঁড়িয়েছে।

পাশের বেডেই আরেক রোগী মিরপুর শেওড়াপাড়াবাসী তাহেরুল হাসান। তিনি জ্বর, মাথা ব্যথা উপসর্গ নিয়ে ভর্তি হন হাসপাতালে। তারও ধরা পড়ে ডেঙ্গু। এরকম ৫২৮-২৯ নম্বর ওয়ার্ড এ ভর্তি রয়েছে প্রায় শতাধিক ডেঙ্গু রোগী।

হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী

স্বাস্থ্য অধিদফতরে তথ্যমতে, গতকাল ঢাকায় ৬৯৩ জন রোগীসহ সারাদেশে এক হাজার ১৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

তবে ডেঙ্গু নিয়ে নতুন উপসর্গের কথা জানান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাক্তার আখলাক আহমদ। বার্তা২৪.কম-কে তিনি জানান, তিনটি ক্যাটাগরিতে আমরা ডেঙ্গুকে ভাগ করি। এবার জ্বরের সাথে পেটে ব্যথা, পাতলা পায়খানা, বমি ভাব, পেট ফুলে যাওয়া, বমি হওয়াসহ এক্সট্রিম উইকনেসসহ রোগী ভর্তি হচ্ছে, এ উপসর্গ আগে ছিল না।

তিনি বলেন, ডেঙ্গু ক্যাটাগরি 'এ' হলে জ্বর থাকে যা সাধারণ ওষুধ খাওয়া-দাওয়া ও বিশ্রাম নিলে ঠিক হয়। কিন্তু জ্বরের সাথে পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, প্রেসার কমে যাওয়া, জন্ডিস, শরীর দুর্বল লাগা, মাথা ঘুরানোসহ এসব উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলি আমরা।

তবে বিচলিত না হয়ে সরকারি বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান, সিটি করপোরেশনের দায়িত্ব সচেতনতা বাড়ানোর কথা বলছেন এ চিকিৎসক।

এ সম্পর্কিত আরও খবর