নরসিংদী জেলা কারাগার থেকে লুণ্ঠিত রাইফেল উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী | 2024-10-04 16:42:58

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া রাইফেল ঘোরাশাল থেকে উদ্ধার করেছে নরসিংদীতে কর্মরত সেনাসদস্যরা। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লার নির্মাধীন একটি বাড়ি থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্পে উদ্ধারকৃত রাইফেল পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ছামিউল হকের কাছে আনুষ্ঠানিকভাবে রাইফেল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সারোয়ার আলম, লেফটেন্যান্ট কাজী সাদমান, ক্যাপ্টেন দ্বীন মোহাম্মদ প্রমূখ।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় গোপন সূত্রে জানা যায় পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকসা এলাকায় পরিত্যাক্ত একটি নির্মাণাধীন বাড়িতে রাইফেল রয়েছে। পরে অভিযান চালিয়ে রাইফেলটি উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর