বিজিবির অভিযানে ৩ ককটেল, ২ ড্যামেজ খোসা উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বিজিবির অভিযানে ৩ ককটেল, ২ ড্যামেজ খোসা উদ্ধার/ছবি: সংগৃহীত

বিজিবির অভিযানে ৩ ককটেল, ২ ড্যামেজ খোসা উদ্ধার/ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ফতেপুর বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকার হলুদিয়া গ্রাম থেকে ৩টি ককটেল ও ২টি ড্যামেজ খোসা উদ্ধার করেছে।

শুক্রবার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানান , ভারত থেকে বিস্ফোরক দ্রব্য এনে হলুদিয়া গ্রামের মাঠে লুকিয়ে রাখা হয়েছে এমন খবরে পেয়ে, সীমান্ত পিলার ১০/২-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বালতীতে এসব বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রাখা ছিল। টহলদল সকালের দিকে তল্লাশি চালিয়ে এই বিস্ফোরকগুলো উদ্ধার করে এবং পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি নিয়মিত টহল পরিচালনা করছে এবং নাশকতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।