রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু/ছবি: সংগৃহীত

ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু/ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মিজান ফকির (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মিজান ফকির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোশাইপাড়া এলাকার আবদুল হাকিম ফকির ছেলে। এসময় পলাশ ফকির নামে একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরবহরপুর রেলগেট ও বহরপুর রেলগেটে মাঝামাঝি গোশাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস টেনে কাটা পড়েন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রেলের রাস্তা দিয়ে মিজান বহরপুর বাজারে দিকে যাচ্ছিলেন তার দোকানে বিক্রির জন্যে পান কেনার উদ্দেশ্য। এসময় কিছু বুঝে উঠার আগেই ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিছন থেকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় মোঃ পলাশ ফকির নামে আরেক জন ট্রেনে আঘাতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী জিআরপি থানার এসআই আব্দুল করিম বলেন, বৃষ্টির মধ্যে ট্রেন লাইন দিয়ে হেঁটে যাওয়ায় সময় মিজান নামে এক ব্যাক্তি কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। এসময় অপর একজন আহত হয়েছেন।