সুভাষ মুখোপাধ্যায় স্মরণ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:57:12

কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মের শতবর্ষে উদযাপনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে দে'জ পাবলিশিং, আইজেনস্টাইন সিনে ক্লাব, সপ্তাহ পত্রিকা এবং রুশ দূতাবাসে বিজ্ঞাপন ও সাংস্কৃতিক কেন্দ্র।

কলকাতার গোর্কি সদনে বুধবার (১৩ ফেব্রুয়ারি) থেকে এই বিশেষ অনুষ্ঠান শুরু হয়ে শেষ হবে শনিবার (১৪ ফেব্রুয়ারি)।

আয়োজক সূত্রে জানা গেছে, চারদিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে কবির জীবন ও কর্ম নিয়ে প্রদর্শনী। এই প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শঙ্খ ঘোষ, অমিয় দেব, সৌরীন ভট্টাচার্য ও প্রণব বিশ্বাস।

অন্যদিকে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যা ছয়টা আয়োজন করা হয়েছে বিশেষ বিচিত্রা অনুষ্ঠান। এছাড়া অ্যনান্য দিনগুলোতে আরও থাকবে আলোচনা স্মৃতিকথন, পাঠ ও গানে থাকবেন শমীক বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্পনা সেন, শাঁওলী মিত্র, দেবেশ রায়, মালিনী ভট্টাচার্য, শর্মিলা রায় পোমো, প্রণবরঞ্জন রায় ও জয় গোস্বামী প্রমুখ।

সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি রুশতী সেন এবং সুমন্ত মুখোপাধ্যায় স্মারক বক্তৃতার মধ্য দিয়ে শেষ  শতবর্ষ উদযাপনের এ বিশেষ অনুষ্ঠান।

এ সম্পর্কিত আরও খবর