বরকতের আশায় ২ লাখ টাকায় এক কমলা কিনলেন প্রবাসী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-12-29 16:27:39

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানে নিলামে এ কমলাটি বিক্রি করা হয়।

জানা যায়, ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদরাসা মাঠে ওই ওয়াজ মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত মাওলানা সাইয়্যেদ আসজাদ মাদানি। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আল মাদানিকে খাওয়ার জন্য একটি কমলা দেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলামে তুলেন। তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিক জাহিদ উদ্দিন। তিনি বলেন, নিলামে প্রথমে কমলাটির দাম ১০ হাজার টাকা ডাকা হয়। পরে সেটা বরকতের আশায় ২ লাখ টাকায় কিনে নেন এক আমেরিকান প্রবাসী।

এদিকে, কামলা বিক্রির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টির প্রশংসা করেন।

এ সম্পর্কিত আরও খবর