চাঁদপুরে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার ৫
চাঁদপুরের মতলব উত্তরে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করায় ৫ জনকে শুক্রবার (৩ জানুয়ারি) জেলহাজতে পাঠিয়েছে আদালত।
এর আগে স্থানীয়রা সমন্বয়ক পরিচয়ে চাঁদা তোলার সময় তাদেরকে আটক করে পুলিশি হেফাজতে দেয়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন– উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. হেলাল, মোহাম্মদপুর গ্রামের বিল্লাল হোসেন, একই গ্রামের নজরুল ইসলাম, মো. আকাশ এবং কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের মো. নিরব। এসময় তাদের কাছে থাকা ব্যাগ দুইটি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গজরা ইউনিয়নে ডুবগী গ্রামে পাম্প হাউজের সেচ ক্যানেলের খালের জায়গায় ড্রেজিংএর মাধ্যমে বালু উত্তোলনকে কেন্দ্র করে সেখানে গিয়ে তারা চাঁদা দাবি করে। এই খালে মাটি খননের জন্য পানি উন্নয়ন বোর্ড টেন্ডার দিয়েছে। এলাকাবাসী সবাই মিলে ঠিকাদারের সাথে কথা বলে এখান থেকে বালু উত্তোলন করে মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে জায়গায় ভরাট করেছে। এখানে এসে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ও দেশীয় অস্ত্র নিয়ে হুমকি দেয়। তখন এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, তাদের বিরুদ্ধে শুক্রবার (৩ জানুয়ারি) সকালে চাঁদাবাজির মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।