বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, পৃথিবীর কোন দেশে কি হয়েছে সেটা দেখার বিষয় নয়, আমরা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকতে চাই। এরজন্য কোন অপশক্তি যদি কাজ করে সেটা আমরা মিলেমিশে প্রতিহত করবো।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় পলাশের জিনারদী বরাব শ্রী শ্রী কানাই লাল জিউর মন্দিরে ২৯৭তম বার্ষিক কুঞ্জমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিগত সরকারের একাধিক নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে বেশকিছু নির্বাচন হয়েছে যেখানে দেশের জনগণ ভোট দিতে পারেনি, তাদের ভোট তারাই দিয়েছে। তাই আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আপনারা যাকে পছন্দ তাকেই ভোট দেবেন তাতে সরকারের পক্ষ থেকে যাতে কোন বল প্রয়োগ করা না হয় সেই বিষয়টি আমি দেখবো।
তিনি বলনে, আমি ক্ষমতা বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। বিগত দিনে আমার বাড়িতে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন আপনারা দেখেছেন। আমি আমার পরিবারের জন্য কিছুই করিনি, যতটুকু পেরেছি জনগণের জন্য করার চেষ্টা করেছি। এবার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে রাজনীতি করে যাচ্ছি। কোন ভোগ বিলাসিতার জন্য নয়।
মন্দির কমিটির সভাপতি হিরা লাল করের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, নরসিংদী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এড. কানিজ ফাতেমা খুকি, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, পলাশ উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, সাদারণ সম্পাদক মোস্তফা কামালসহ অন্যরা।