অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেকে ভর্তি আছেন যারা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 12:23:56

রাজধানীর পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৭ জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি নিখোঁজ আছেন বেশ কয়েকজন। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অর্ধশতাধিক।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে পুরান ঢাকার চুড়িহাট্টায় ফায়ার সার্ভিসের অস্থায়ী তথ্যকেন্দ্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন- মিজান (৩৩), লিমন (২৬), আল আমিন (৩৫), শহিদুল্লাহ (৫০), শামিম (৫২), আবদুল করিম (৫০), শান্ত (১৫), সাইফুল (৩৫), সালাউদ্দিন (৩৫), শাহ আলম (৬০), ইউসুফ (৩৫), মোহাম্মাদ খান (৪৫), সোহেল (৩৫), আনিসুর (৫৩), কাউসার (৪৫), পীর মোহাম্মাদ খান (৪৫), রবিউল (২৭), জাহাঙ্গীর (৩৫), সালাম (৩৫), শহীদ (৫২), পলাশ (৪০), রুমান (১৮), আরিফ (১২), জিয়াউল (২৪), খলিল (৩০), রবিউল (৩৫), সেলিম (৪৭), লাবিব (২২), জাকির (৩৫), রহিম (৪২), সুজন (৪০), নাজমা (৩৩), তালেব (৪৫), হুমায়রা (২৮), মোর্শেদ (২৫), কাদের (৫০), রেজাউল করিম (২১), সেলিম (৪৮), আনোয়ার (৫৫), জাকির (৫০), মাহমুদ (৫৭), মুজাফফর (৩২), হেলাল (২৫), রহিম (১২), সোহাগ (২৫), ইফরান (৩০), সালাউদ্দিন (৩২), বাবু (২৩), মহিদুল (৫০), জাকির (৩৫), রেজাউল (২৮), জহিরুল (৩৬), যোমিম (১২)।

এদিকে নিখোঁজদের খোঁজে ঢাকা মেডিকেলসহ রাজধানীর হাসপাতালগুলোতে ঘুরছেন তাদের স্বজনরা।

এ সম্পর্কিত আরও খবর