হতাহতদের পাশে থাকবেন ব্যবসায়ীরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-09-01 07:09:26

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন এফবিসিসিআই-এর সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন। এ সময় তার সঙ্গে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মহিউদ্দিন বলেন, ‘হতাহতদের সুচিকিৎসার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়াসহ সব ধরনের সহযোগিতা প্রধান করবো।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে হতাহতদের জন্য ১০০ ব্যাগ রক্তের ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী বিষয়টি দেখভাল করছেন। আমরা তাঁর নির্দেশের অপেক্ষায় আছি। আমাদের করণীয়গুলো পালন করবো।’

এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের ওয়াহিদ ম্যানশনে আগুন লাগে। ঐ ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকার কারণেই মূলত আশপাশের ভবনগুলোতে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এখন পযর্ন্ত ৭০ জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও অর্ধশতাধিক ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর