সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সুবর্ণা মুস্তফা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 20:51:21

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। তিনি সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যও।

রোববার (১০ মার্চ) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার অনুমতিক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পূর্ণ গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন এমিলি, অসীম কুমার উকিল, মাসুদা এম রশীদ চৌধুরী ও সেলিনা ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর