শেখ মুজিবুর রহমান একদিনে বঙ্গবন্ধু হয়ে উঠেননি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-22 08:33:29

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে বাঙালি জাতির কাছে 'বঙ্গবন্ধু' হয়ে উঠেননি। তিনি দিনে দিনে ধাপে ধাপে আন্দোলন সংগ্রাম করে, নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন৷ এভাবেই তিনি বাঙালি জাতির কাছে বঙ্গবন্ধু হয়ে উঠেন।'

রোববার (১৭ মার্চ) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্মৃতিচারণ করে বলেন, 'আমি তখন তেজগাঁও এলাকায় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। বঙ্গবন্ধু যখন ৭ মার্চের ভাষণ দিচ্ছিলেন তখন মঞ্চের কাছে থেকে ভাষণ শোনার অভিজ্ঞতা হয়েছিল। অনেকেই চিরকুট লিখে দিয়েছিলেন বঙ্গবন্ধুর হাতে। কিন্তু তিনি এসব না পড়ে বাংলাদেশকে যেভাবে ধারণ করেন এবং নিজের মধ্যে লালন করেন সেই কথাগুলি ৭ মার্চের ভাষণে তুলে ধরেছেন। সে যে কি ভাষণ ছিল। সেই ভাষণে বাঙালিরা সশস্ত্র হয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে।'

তিনি বলেন, 'আজ বাংলাদেশে একটি সম্ভাবনাময় দেশ। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থানকে আমরা দমন করতে পেরেছি। বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াচ্ছে। বিদেশি রাষ্ট্র নেতারা অবাক হয়ে আমাদের জিজ্ঞাসা করেন, আপনাদের প্রধানমন্ত্রী কিভাবে বাংলাদেশ এত দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন। তখন আমরা তাদের বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যে অগাধ দেশ প্রেম এমন দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।'

এ সময় বঙ্গবন্ধুর ১০০ তম জন্মবার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে বলেন, 'আগামী বছর ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর ১০০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। বঙ্গবন্ধুর ১০০ তম জন্মবার্ষিকীকে বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। এখন থেকেই আমরা দিবসটি পালনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।'

এ সময় সিদ্ধেশ্বরী কলেজের পরিচালনা কমিটির সভাপতিসহ প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর