জাতীয় কমিশন গঠনের দাবি ড. কামালের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 11:27:37

বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার (২৯ মার্চ) বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে হোসেন এ দাবি জানান তিনি।

ড. কামাল হোসেন বলেন, 'আমি বিশ্বাস করি সরকারও একটি তদন্ত কমিশন গঠন করবে। এটি যেন জাতীয় কমিশন হয়। কিন্তু যেনতেনভাবে যেন তদন্ত না করা হয়। এখানে যে ত্রুটির কারণে ভবনটিতে আগুন লাগল ও এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ল এবং মানুষ মারা গেল এ বিষয়টি দেখতে হবে। আমাদের আইনে কি আছে তাও খতিয়ে দেখতে হবে।'

তিনি বলেন, 'সরকার যে কমিশন গঠন করবে এতে যেন বড় মাপের আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার থাকে। তারা পরামর্শ দেবে কিভাবে বিল্ডিং তৈরি করার সময় ফায়ার এক্সিট থাকতে হবে। এছাড়া এখন যে বিল্ডিংগুলো আছে সেগুলোর বর্তমান অবস্থাও তারা মূল্যায়ন করবে।'

এ সময় তিনি ভবন নির্মাণের নীতিমালা নিয়ে বলেন, 'বিদেশে আইন আছে ১০-১২ তলা বিল্ডিং নির্মাণ করতে হলে ফায়ারস এক্সিট করতে হবে। কিন্তু এখানে অবাক হওয়ার মতো দুর্ঘটনা ঘটছে, মানুষ মারা গেছে, কিন্তু কোনো ফায়ার এক্সিট ছিল না। দেখেন এত বড় ভবন থেকে মানুষ প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে এটা তো হতে পারে না।'

গণফোরাম সভাপতি বলেন, 'আমরা এখানে এসেছি সরেজমিনে ঘটনাস্থল দেখেছি। এখন এ বিষয়টি নিয়ে আমরা বসব। আমরা প্রথমে বের করার চেষ্টা করব, কারা এই বিল্ডিং বানিয়ে ছিল, কোথায় থেকে অনুমোদন নিয়েছিল, বিল্ডিং বানানোর ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে কিনা।'

তিনি আরও বলেন, 'এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আমরা কোর্ট বার এসোসিয়েশনে একটি কমিটি গঠন করব। এই কমিটির সিনিয়র কো-অর্ডিনেটর হিসেবে কাজ করবেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর। এই কমিটিতে প্রথমে আমরা আইনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখব আইনে ঘাটতি আছে কিনা। সেটা দেখার জন্য একটি কমিশন করা উচিত। আমাদের সঙ্গে আইনজীবী এসেছেন। আমরা এখানে থেমে থাকব না, সব রকমের তথ্য সংগ্রহ করব।'

এ সম্পর্কিত আরও খবর