ধর্মের অপব্যাখ্যা করে নারীদের বাধা দেয়া হয়: শিক্ষামন্ত্রী

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-09-01 07:19:47

শত বাধা সত্ত্বেও নারীরা এখন সকল পেশায় এগিয়ে যাচ্ছেন। কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ধর্মের অপব্যাখ্যা করে নারীদেরও রুখে দেয়ার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৫ এপ্রিল) বিকাল তিনটায় রাজধানীর বাংলা একাডেমী প্রাঙ্গণে উইমেন অব দ্যা ওয়ার্ল্ড-ওয়াও ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওয়াও ফেস্টিভ্যালের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।

তিনি বলেন, ‘অনেক পেশায় নারীদের আগে অনুপযোগী বলে মনে করা হতো। এখন এমন কোনো পেশা নেই যেখানে নারীরা তাদের সফলতার চিহ্ন রাখেননি। রাজনীতিতেও এগিয়ে যাচ্ছেন নারীরা। সরাসরি নির্বাচনে ভোটের মাধ্যমে এখন নির্বাচিত হচ্ছেন তারা। সাংসদ নেতা থেকে উপনেতা সকল পর্যায়ে নারীরা রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অনেক সময়ই নারীদের ধর্মের অপব্যাখ্যা করে রুখে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই ধর্মেই নারীদের সম্মান দেওয়া হয়েছে। মহানবী (সা:) নিজে একজন নারীর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। দেশের উন্নয়নের যে উদ্দেশ্য তা বাস্তবায়ন হবে শিক্ষার মাধ্যমেই।’

এ সময় ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি বলেন, ‘বাংলাদেশে ওয়াও ফাউন্ডেশনের আয়োজন করা অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ।কারণ নারীদের চলার পথের প্রতিবন্ধকতাগুলো তুলে আনে ওয়াও ফাউন্ডেশন। আর সেই প্রতিকূলতা কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়েও নানা আলোচনা হবে। গান নাচ, নাটক, কবিতার মাধ্যমে নারীদের গল্পগুলো তুলে ধরা হবে। এর ফলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস।’

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর এমপি ও ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন।

এ সম্পর্কিত আরও খবর