মাদক, বাল্যবিয়েকে না বললো শিক্ষার্থীরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-09-01 06:08:23

মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ নিয়েছে সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ এপ্রিল) সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় ব্রাইট সোনারগাঁ সংগঠনের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ শপথ নেন তরুণরা।

সামাজিক কাজে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার

বলেন, ‘সুন্দর সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজের শিক্ষিত ও সচেতন নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকার নিকটে হলেও শিক্ষায় অনেক পিছিয়ে সোনারগাঁ। বাল্য বিয়ের হার অন্যান্য যে কোন এলাকার চেয়ে বেশি সোনারগাঁয়ে। এ অবস্থার পরিবর্তন দরকার। দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা। ব্রাইট সোনারগাঁ এর মতো সামাজিক সংগঠনগুলো সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত তাদের পাশে থাকা। তাদের উৎসাহ দেয়া।’

সোনারগাঁ উপজেলা ডেভলপমেন্ট অফিসার শাহানারা আচল বলেন, ‘তরুণ সমাজ যদি সঠিক পথে থাকে তাহলে সেই সমাজ এগিয়ে যায়। সোনারগাঁয়ের সামাজিক উন্নয়নে সরকারের নানান উদ্যোগ রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রাইট সোনারাগাঁ এর সামাজিক কাজে যত ধরনের সহযোগিতা প্রয়োজন করার চেষ্টা করা হবে।’

অনুষ্ঠানে ব্রাইট সোনারগাঁ এর সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক আকতার হোসেন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে মাদক ইভটিজিং থেকে দূরে থাকতে এবং ১৮ এর আগে বিয়ে না করার বিষয়ে তরুণদের কাছে প্রতিশ্রুতি চান।

এ সময় বিভিন্ন স্কুল কলেজের তরুণ শিক্ষার্থীরা হাত উঠিয়ে মাদক ও বাল্যবিয়েকে না বলেন। উচ্চ শিক্ষা অর্জনে নিজেদের আগ্রহও প্রকাশ করে শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর