কোটি টাকার সার আত্মসাতে প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪ডটকম | 2023-08-26 15:04:14

১১ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৪০১ টাকা মূল্যের ইউরিয়া সার আত্মসাতের অভিযোগে বগুড়ার সান্তাহার বাফার গুদামের সাবেক উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) ও গুদাম ইনচার্জ মো. নবির উদ্দিন খানসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৫ এপ্রিল)  দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বার্তা২৪ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সুত্র জানায়, চার্জশিট ভুক্ত অন্য আসামিরা হলেন- মতিঝিলের মেসার্স সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান খান এবং  প্রো. মেসার্স রাজা এন্টারপ্রাইজের মো. রাশেদুল ইসলাম রাজা। 

এর আগে এমন অভিযোগের ভিত্তিতে  দুদকের বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম  তদন্ত কর্মকর্তা হিসাবে  ২০১৭ সালের ২রা অক্টোবর আদমদীঘি (বগুড়া) থানা মামলা করেন। 

তদন্তে দেখা যায়, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জাল জালিয়াতি ও প্রতারণামূলকভাবে মোট ১১ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৪০১ টাকার মূল্যের ইউরিয়া সার আত্মসাৎ করে অভিযুক্তরা 

এ সম্পর্কিত আরও খবর