ফণীর প্রভাবে সারাদেশে নিহত ১৪

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 02:33:40

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শনিবার (৪ মে) দুপুর ১২টায় অবস্থান করছিল ঘূর্ণিঝড় ফণী। বেলা ৩টায় সেটি বগুড়ার সারিয়াকান্দি হয়ে জামালপুরের ইসলামপুরে প্রবেশ করতে পারে বলে ধরণা করা হচ্ছে। তবে ইতোমধ্যে ফণী দুর্বল হয়ে গেছে। কয়েক ঘণ্টার মধ্যে সেটি নিম্নচাপে রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কিন্তু এরই মধ্যে ফণীর আঘাতে সারা দেশে ১৪ জন মারা গেছে বলে জানা গেছে। বার্তা২৪.কমের ভোলা, নোয়াখালী, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বরগুনা, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে ঘরের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোররাতে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের বান্দাঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে দাদি ও নাতি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বার্তা২৪.কমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে ফণীর আঘাতে ভোলার দক্ষিণ দিঘলদী এলাকায় ঘরচাপা পড়ে রাণী বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এছাড়া ঘর-বাড়ি ও গাছের ডাল ভেঙে প্রায় ১০-১৫ জন আহত হয়েছেন।

ফণীর আঘাতে নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে ঘরচাপা পড়ে ইসমাইল হোসেন (২) নামে এক শিশু মারা গেছে। শনিবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে।

এদিকে শুক্রবার বিকেলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে স্পিডবোট ও ট্রলার সংঘর্ষে আহত মো. মুরাদ (২৫) মারা গেছেন। এ ঘটনায় আমির হামজা নামে ৬ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে।

অভিযোগ রয়েছে, ফণী উপলক্ষে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নৌ চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরও ওই স্পিডবোট ও ট্রলার নদীতে অবস্থান করেছিল।

জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলায় গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল বারেক (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে বজ্রপাতে আপেল মিয়া (২০) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ফণীর প্রভাবে শুক্রবার বিকেলে কিশোরগঞ্জে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিঠামইনের দুইজন, ইটনার একজন ও পাকুন্দিয়ার তিনজন রয়েছেন।

এছাড়া শুক্রবার দুপুরে ফণীর প্রভাবে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে চোরামনকাটি গ্রামে গাছের ডাল ভেঙে পড়ে শাহানুর বেগম (৩৫) নামে এক নারী নিহত হন।

এ সম্পর্কিত আরও খবর