সিলেটে জিপিএ-৫ কমেছে, বেড়েছে পাসের হার

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-28 08:04:56

সিলেট শিক্ষাবোর্ডে এবার ২০১৯ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ১ হাজার ৪২৬ এবং মেয়ের সংখ্যা ১৩৩১ জন।

সোমবার (৬ মে) সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর কবির আহমদ এ তথ্য জানান।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ২০১৮ সালের তুলনায় পাসের হার কিছুটা বাড়লেও জিপিএ-৫ কমেছে ৪৩৪টি। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩১৯১ জন।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ১০৫ জন ও ছাত্রী ৬৪ হাজার ৬৬ জন। সর্বমোট ৮০ হাজার ১৬২ জন পরীক্ষার্থী পাস করে।

সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, গণিতের প্রশ্ন এবার কঠিন ছিল। এর জন্য জিপিএ ৫ কমেছে। এছাড়া সার্বিক ফলাফলের দিক থেকে এবার কোয়ালিটি বেড়েছে বলে দাবি করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর