বিআরটিএ কর্মকর্তাদের সাবধান করলেন সেতুমন্ত্রী

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-30 16:42:42

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব পালনে অনিয়ম ও গাফিলতি না করতে হুঁশিয়ার করে দিয়েছেন। তবে তিনি এটাও বলেছেন যে, মনিটরিং বৃদ্ধি করায় বিআরটিএ’র সেবাগ্রহীতাদের হয়রানি কমেছে। গতকাল রোববার সকালে মিরপুর বিআরটিএ কার্যালয় আকস্মিক পরিদর্শনে গেলে সেবা গ্রহীতারা তাকে জানান, পরিবহন সেবায় ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের ফলে মিরপুর বিআরটিএ কার্যালয়ে আগের তুলনায় দালালদের দৌরাত্ম্য কমেছে এবং সেবার মানও বেড়েছে। পরিদর্শনকালে মন্ত্রী সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং বিআরটিএ’র বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এসময় তিনি সেবার মান বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সুযোগ আরো সম্প্রসারণ করা হবে। পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হলেও এ খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কোনো অনিয়ম-গাফিলতি সহ্য করা হবে না। ওবায়দুল কাদের বলেন, বিআরটিএর সেবার মানের কিছুটা উন্নতি এবং দালালদের দৌরাত্ম্য কিছুটা কমলেও কোন কোন ক্ষেত্রে এখনো ভোগান্তির অভিযোগ রয়েছে। মন্ত্রী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিবিড় তদারকি বৃদ্ধি, সার্বক্ষণিক ক্লোজ-সার্কিট ক্যামেরায় সেবা কার্যক্রম পর্যবেক্ষণ এবং হেল্প-ডেস্কের সেবা আরও বাড়াতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সম্পর্কিত আরও খবর