৫ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবে ডিএনসিসি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 11:24:20

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসির) ৫টি অঞ্চলের ৩৬টি ওয়ার্ডে প্রায় ৫ লাখ ৩০ হাজার ২৫০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

শনিবার (২২ জুন) সকাল থেকে সারাদেশের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল ওয়ার্ডে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলছে।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, বছরে দুইবার ভিটামিন 'এ'-এর অভাব পূরণে সম্পূরক খাদ্য হিসেবে এই ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 ডিএনসিসির সকল ওয়ার্ডে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলছে ছবি: বার্তা২৪.কম 

 

সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট ১ হাজার ৪৯৯টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার মধ্যে ৪৯টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৯৯৮টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী ৮২ হাজার ১৫টি শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৪৮ হাজার ২৩৫টি শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলছে।

ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর সার্বিক কার্যক্রম তদারকির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেন্দ্রীয় আঞ্চলিক পর্যায়ে ভিজিলেন্স টিম নিয়োজিত আছেন।

এ সম্পর্কিত আরও খবর