বাংলাদেশে আসছেন মাহাথির মোহাম্মদ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 01:36:38

বাংলাদেশে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুর দিকে তিনি আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন।

রোববার (৭ জুলাই) সন্ধ্যায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

আব্দুল মোমেন বলেন, 'তার (মালয়েশিয়ার প্রধানমন্ত্রী) যথেষ্ট বয়স হয়ে গিয়েছে তবুও তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আমরা চাই, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে তিনি বাংলাদেশে আসুক। এমনটা চিন্তা করেই আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছি।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরু দিকে তিনি (মাহাথির মোহাম্মদ) বাংলাদেশে আসতে পারেন।'

উল্লেখ্য গত বছরের ১০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মালয়েশিয়ার কিংবদন্তি তুল্য নেতা মাহাথির মোহাম্মদ। এর আগে তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

এ সম্পর্কিত আরও খবর