যত্রতত্র শিল্প কারখানা করা যাবে না: শিল্পমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 10:27:54

কৃষি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেছেন, ‘কৃষি জমির বিষয়ে আমাদের আইনে আছে, যত্রতত্র শিল্প কারখানা করা যাবে না। বিসিক শিল্প নগরী আছে, বস্ত্র মিলসহ অনেক শিল্প কারখানা আছে। সেজন্য আমাদের অনেক জায়গার প্রয়োজন হয়। এজন্য আমরা অনেক কৃষি জমিও নষ্ট করছি।’

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

তিনি বলেন, ‘শিল্প এলাকাগুলো পরিকল্পিতভাবে করছি। কৃষি জমিতে কোনো শিল্প এলাকা হচ্ছে না। পরিকল্পিতভাবে গড়ে উঠা শিল্প এলাকাগুলো অবশ্যই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ পাবে।’

অপরিকল্পিতভাবে গড়ে উঠা অঞ্চলগুলোর বিষয়ে সিদ্ধান্ত কী জানতে চাইলে তিনি বলেন, ‘সময়মতো ধীরে ধীরে এগুলো সরিয়ে নেব। আমাদের অনেক জায়গা আছে, তাদেরকে সেখানে সরিয়ে নেওয়া হবে। এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তাই রাতারাতি সরিয়ে নেওয়া যাবে না।’

এ সম্পর্কিত আরও খবর