শেষ কর্মদিবসে অবরুদ্ধ বিআরটিসি চেয়ারম্যান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 12:53:40

বকেয়া বেতন না দেওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেছেন চালক ও শ্রমিকরা।

সোমবার (২২ জুলাই) বিআরটিসি চেয়ারম্যানের দায়িত্বের শেষ কার্মদিবসে তাকে তালাবদ্ধ করে রাখা হয়।

এ বিষয়ে জানতে ফরিদ আহমেদ ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

জানা যায়, দীর্ঘ কয়েক মাস শ্রমিকদের বেতন বকেয়া রাখায় বিক্ষোভ করতে থাকেন চালকরা। এক পর্যায়ে চালকরা চেয়ারম্যানকে রুমে রেখে গেটের তালা ঝুলিয়ে দেন।

জানা গেছে, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়াকে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদফতরে বদলি করা হয়েছে। নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মো. দস্তগীরকে।

এ সম্পর্কিত আরও খবর