রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত হিসাব বলছে ২৪ ঘণ্টায় ১৩৩৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫৫ জন।
অধিদফতরের দেওয়া তথ্য বলছে, এর আগে, ২৫ জুলাই ৫৪৭ জন, ২৬ জুলাই ৩৯০ জন, ২৭ জুলাই ৬৮৩ জন, ২৮ জুলাই ৮২৪ জন এবং ২৯ জুলাইন ১ হাজার ৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ইনচার্জ ডা. আয়েশা সিদ্দিকা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আজকের তথ্য অনুযায়ী রাজধানীর বাইরে প্রায় ৫৮ জেলা থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবার রিপোর্ট পাওয়া গেছে।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে ৩ জনের মৃত্যু
অন্যদিকে, ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগীদের চিকিৎসা সহজ করতে সরকারি হাসপাতালে এ রোগের পরীক্ষা ও ওষুধপত্র বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
একই সঙ্গে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলোতে ডেঙ্গু পরীক্ষার ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নির্দেশনা যেন যথাযথভাবে মানা হয়। সেজন্য ভ্রাম্যমাণ আদালতসহ সরকারি সংস্থাগুলো, যারা বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিয়ে কাজ করে, তারা মাঠে সক্রিয় আছে।
ইতোমধ্যে রাজধানীতে ডেঙ্গু রোগের পরীক্ষার জন্য নির্ধারিত ফি'র অতিরিক্ত টাকা নেওয়ায় নামিদামি হাসপাতাল স্কয়ার, পপুলার, ইবনে সিনা, ল্যাব এইড এর মত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।