তিন জোড়া স্পেশাল ট্রেনের টিকিট দিচ্ছে আজ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর ডটকম, ঢাকা | 2023-08-31 20:43:06

প্রতিবারের ন্যায় এবারও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেলওয়ে ৮ জোড়া ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে। বুধবার (৩১ জুলাই) থেকে ৩ জোড়া ঈদ স্পেশাল ট্রেন সার্ভিসের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে কমলাপুর, বিমানবন্দর, বনানী রেল স্টেশনে।

সকালে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক ৩ জোড়া ঈদ স্পেশাল ট্রেনের টিকিট দেওয়ার এই তথ্য জানান।

স্টেশন ম্যানেজার আমিনুল হক জানান, প্রতিবারের মত ঈদ উপলক্ষে যাত্রীর চাপ সামলাতে আমাদের কিছু ঈদ স্পেশাল সার্ভিস থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি। সে হিসেবে এবার বিভিন্ন রুটে ৮ জোড়া ঈদ স্পেশাল সার্ভিস থাকবে।

তিনি আরো বলেন, ঈদ স্পেশাল সার্ভিসগুলো হলো, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (১ জোড়া) যাবে ঢাকা -দেওয়ানগঞ্জ-ঢাকা, চাঁদপুর ঈদ স্পেশাল (দুই জোড়া) যাবে চট্টগ্রাম-চাঁদপুর -চট্টগ্রাম, সান্তাহার ঈদ স্পেশাল যাবে ঢাকা- সান্তাহার- ঢাকা, লালমনি ঈদ স্পেশাল যাবে লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট। এই স্পেশাল ট্রেনগুলো ঈদের আগে ৮ আগস্ট থেকে শুরু করে ঈদ পরবর্তী ১৯ আগস্ট পর্যন্ত চলাচল করবে। তবে ঈদ স্পেশাল সার্ভিসের কোনো টিকিট অনলাইন এবং কোঠায় দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরও খবর