বিমানের লাভ হয়েছে ২৭২ কোটি টাকা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 06:21:00

২০১৮-১৯ অর্থ বছরে বাংলাদেশ বিমানের ২৭২ কোটি টাকা লাভ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেছেন, '২০১৮-১৯ অর্থ বছরে বিমানের আয় হয়েছে পাঁচ হাজার ৭৯১ টাকা এবং ব্যয় হয়েছে পাঁচ হাজার ৫১৯ কোটি টাকা। ফলে এই অর্থ বছরে লাভ হয়েছে ২৭২ কোটি টাকা।'

বুধবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'বিবেচ্য অর্থ বছরে জেট ফুয়েলের মূল্য বাবদ বিপিসি'র পাওনা এবং সিভিল এভিয়েশন অথরিটিকে এ বছরের পাওনা ও পূর্বের বকেয়া পাওনা ৫৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।'

মাহবুব আলী বলেন, 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রি সম্পূর্ণ অটোমেশন করা হয়েছে। আন্তর্জাতিক আগমনী যাত্রীদের প্রথম ব্যাগেজ ফ্লাইট অবতরণের ১৬ মিনিটে এবং শেষ ব্যাগেজ ৬০ মিনিটের মধ্যে ব্যাগেজ বেল্টে প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। ব্যাগেজ একই ফ্লাইটে না আসলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স যাত্রীর বাড়িতে ব্যাগেজ পৌঁছানোর নিশ্চিত বরা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'নির্ধারিত সময়ে ফ্লাইট উড্ডয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নিয়োগ এবং তদারকি বৃদ্ধি করা হয়েছে। এতে বিমানের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি বিমানের আয়ও বৃদ্ধি পেয়েছে।'

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, 'বিমানে দুর্নীতি কমানোর ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি। দুদক একটি স্বাধীন সংস্থা, তারা তাদের মতো ব্যবস্থা নেবে। বিমানের ক্ষেত্রে যে সব অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া। সকল দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকব। যেখানেই দুর্নীতি থাকবে, সেখানেই ব্যবস্থা নেব। কাউকে বিন্দুমাত্র ছাড় দেব না।'

বিমান সচিব মহিবুল হক বলেন, 'আমাদের বড় এয়ার ক্রাফটগুলো দিয়ে মধ্যপ্রাচ্যের বাজার ধরতে চাই। সেখানকার বেশি সংখ্যক যাত্রী প্রবাসী শ্রমিকরা। তারা দেশি বিমান পেলে সেখানেই উঠবে। ড্রিমলাইনার ৭৮৭ এসে বসে থাকবে ব্যাপারটি তা নয়। আমরা নতুন করে রুট পরিকল্পনা করব। জাপানে আমাদের সরাসরি ফ্লাইট যেতো, এখন সিউল হয়ে আমরা জাপান যাওয়ার পরিকল্পনা করছি।'

এ সম্পর্কিত আরও খবর