পর্দার পশু-পাখি বাস্তবে দেখাতে শিশুদের নিয়ে চিড়িয়াখানায়

ঢাকা, জাতীয়

শিহাবুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 01:08:41

ঈদুল আজহার দ্বিতীয় দিন মঙ্গলবার (১৩ আগস্ট)। ছুটির দিনে বৃষ্টিস্নাত আবহাওয়ায় দর্শনার্থীদের ভিড় বাড়ছে জাতীয় চিড়িয়াখানায়। সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতি।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা দেখা যায়, ছোট-বড়, বয়স্ক সকল বয়সের মানুষ এসেছেন চিড়িয়াখানার পশু, পাখি দেখতে। এদের মধ্যে সংখ্যায় বেশি ছোট শিশু ও নারীরা। সকালে চিড়িয়াখানা এলাকায় হালকা বৃষ্টি হওয়ায় উপস্থিতি কম ছিল, কিন্ত দুপুর ১২টার দিকে আসতে থাকেন দর্শনার্থীরা।

শহরে বেড়ে উঠা শিশুদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতেই চিড়িয়ানায় নিয়ে এসেছেন বলে জানাচ্ছেন অভিভাবকরা। মোবাইল ফোন ও টেলিভিশনের পর্দায় দেখা পশু-পাখিদের বাস্তবে দেখার সুযোগ করে দিতে শিশুদের চিড়িয়াখানায় নিয়ে যাওয়া উচিৎ বলেও মনে করেন তারা। 

চিড়িয়াখানার ভেতরে বিভিন্ন পশু ও পাখির খাচার সামনে ভিড় করছেন শিশু ও অভিবাবকরা। সবচেয়ে বেশি ভিড় রয়েল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে।

পেশায় ব্যবসায়ী নুরুন্নাহার আকতার স্বামী ও এক বাচ্চাকে নিয়ে এসেছেন মিরপুর-১৪ নম্বর থেকে। তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘গত দুই বছরে ধরে বাচ্চা বলছে চিড়িয়াখানায় যাব, আজকে আসলাম। বেশ ভালো লাগছে। এখানে ঘুরে এরপর বোটানিক্যাল গার্ডেনে যাব।’

মিরপুর-১১ থেকে আসা ব্যবসায়ী নাসির হোসেন বলেন, ‘এর আগে অনেকবার এসেছি, কিন্তু এবারই প্রথম বাচ্চাকে সাথে নিয়ে এসেছি। এখানে যেহেতু প্রাকৃতিকভাবে অনেক কিছু দেখার রয়েছে, বাচ্চাকে শেখানোর রয়েছে তাই এসেছি।’

তিনি বলেন, ‘আমরা যারা শহরে থাকি, তাদের বাচ্চাদের প্রাকৃতিকভাবে কিছু শেখানো যায় না। কিন্তু এখানে আসলে সরাসরি বানর, বাঘ, সিংহ, হরিণ, পাখি সব দেখতে পাই, তাই আসলাম। এতে তাদের সাধারণ জ্ঞান বাড়বে, মেধাবি হবে।’

শুধু পশু পাখি দেখাই নয়, তরুণ-তরুণীরা মেতেছেন সেলফিতে। কেউ সাপ, পাখি, ময়ুরের সামনে সেলফি বা ছবি তুলছেন। তেমনি একজন রায়হান শাকিল। স্ত্রীকে সাথে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘আমরা কিছুদিন আগে বিয়ে করেছি, এবারই প্রথম বউকে সাথে নিয়ে আসলাম। ছবি তুলছি, এসব স্মৃতি ধরে রাখার জন্য।’

এ সম্পর্কিত আরও খবর