‘লোক দেখানো কান্না না নয়, ত্যাগ দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 04:17:44

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের খোলস থেকে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

তিনি বলেন, আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে আপনারা কি না করতে পারেন। অনেক কিছু করেছেনও। আসুন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আমরা সবাই খোলস থেকে বেরিয়ে এসে কাজ করি।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের এনইসির অডিটরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই আহবান জানান। পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধু সাহসী ও আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারণ সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি স্বাধীনতা এনে দিয়েছেন উল্লেখ করে এমএ মান্নান বলেন, লোক দেখানো মর্শিয়া না করে, আসুন ত্যাগ দিয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করি।

পরিকল্পনা মন্ত্রী বলেন, উপনিবেশিক মানসিকতা পরিহার করে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ত্যাগ ও পরিশ্রম করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে বাস্তবায়ন করি। কারণ বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর প্রথমে দরিদ্র মানুষের কথা চিন্তা করে সুস্পষ্টভাবে পরিকল্পনা গ্রহণ করেছিলেন। পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন।

বঙ্গবন্ধুর মৌলিক আদর্শ ছিলো ভ্রাতৃত্ববোধ, ন্যায় বিচার, সাম্য ও ভেদাভেদহীন সমাজ ব্যবস্থা বলে জানান মন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর