চাঁদা না পেয়ে আ’লীগ নেতার গাড়ি ভাঙলেন ৩ ভুয়া সাংবাদিক

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-21 17:13:44

রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকায় কামিল মাদরাসা মাঠে শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পৌর আওয়ামী লীগ। সংবাদ সংগ্রহের জন্য সেখানে আমন্ত্রণ জানানো হয় উপজেলায় কর্মরত সাংবাদিকদের। সভাশেষে আনুষঙ্গিক কাজ শেষ করে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

গাড়িতে ওঠার সময় সেখানে হাজির হন সোহেল রানা (২৬), জুয়েল রহমান (২৭), মাহাবুবুর রহমান (২৫) নামের তিন যুবক। তারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে আওয়ামী লীগ নেতা মামুনের কাছে সংবাদ সংগ্রহে আসার জন্য টাকা দাবি করেন।

আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন তাদেরকে টাকা দিতে অস্বীকৃতি জানালে তিন কথিত সাংবাদিক তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি-ধামকি দেন। এতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে যুবকরা আওয়ামী লীগ নেতা মামুনের গাড়িতে ভাঙচুর করে পালিয়ে যান।

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অনুষ্ঠানে আরও অনেক সাংবাদিক এসেছিল। তারা কেউ টাকা চাই নি। অথচ নাম-সর্বস্ব কী সব অনলাইন পোর্টালের নাম বলে এরা টাকা দাবি করে। দিতে অস্বীকৃতি জানালে গাড়িতে এলোপাথাড়ি ভাঙচুর করে ৩ জন পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘ঘটনার পর আমি থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। পুলিশ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’

অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিক পরিচয়কারী জুয়েলের মোবাইলে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। আর অপর দুই জনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ‘মামলা দায়েরের পর এরা ৩ জন পলাতক। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

ওসি বলেন, ‘আমি উপজেলা সাংবাদিকদের কাছ থেকে জানার চেষ্টা করেছি, তারা সাংবাদিক কিনা? কিন্তু স্থানীয় সাংবাদিকরা তাদেরকে ঠিকমতো চেনেন-ই না।’

এ সম্পর্কিত আরও খবর