প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার, সিলেটে গ্রেফতার ২

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-24 21:20:55

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে দুইজনকে গ্রেফতার করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ও রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯ এর আলাদা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লেখক জাফর ইকবালের নামে অপপ্রচার ও গুজব রটানোর অভিযোগে রোববার দুপুরে সিলেট নগরের জিন্দাবাজার থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকের নাম মেহেদী হাসান।

এর আগে, শনিবার রাতে বিশ্বনাথ উপজেলার মুন্সিবাজার থেকে বদরুল ইসলাম নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়। তাকেও প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতার বদরুল র‌্যাব এর কাছে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের কথা স্বীকার করেছেন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আইসিটি আইনে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর