অস্ত্র ও মাদক মামলা হচ্ছে খালেদের বিরুদ্ধে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 11:03:18

ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মতিঝিল থানা ও গুলশান থানা পুলিশ ও র‌্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বুধবার রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের যে ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয় সেই ক্লাবের মালিক ছিলেন যুবলীগের এই নেতা। গুলশান-২-এর নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব।


র‌্যাব সূত্রে জানা যায়, অস্ত্র-গুলি ও মাদকসহ আটক খালেদকে বিকেলের মধ্যে গুলশান থানায় হস্তান্তর করা হবে। অস্ত্র আইনে গুলশান থানায় ও মাদক আইনে মতিঝিল থানায় পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে। দুটি মামলারই বাদী হবে র‌্যাব।

জানতে চাইলে র‌্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান বলেন, আটক খালেদ এখন র‌্যাব হেফাজতে রয়েছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছেই। একটু পরেই তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে। মামলাতে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: যুবলীগ নেতার ক্যাসিনোতে র‌্যাবের অভিযান, আটক ১৪২
আরও পড়ুন: রাজধানীতে ক্যাসিনো চলতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

এ সম্পর্কিত আরও খবর