বাঘার চার ইউপির তিনটিতে আ'লীগ প্রার্থীর জয়

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-26 01:43:37

দীর্ঘ ১৭ বছর পর রাজশাহীর বাঘা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা। অপরটিতে আনারস প্রতীকে স্বতন্ত্র এক জয় পেয়েছেন। ধানের শীষ প্রতীকে ভোট না করলেও স্বতন্ত্র এ প্রার্থী বিএনপি সমর্থিত ছিলেন।

বেসরকারি ফলাফলে উপজেলার গড়গড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী রবিউল ইসলাম, পাকুড়িয়ায় নৌকার প্রার্থী মেরাজুল ইসলাম মেরাজ, মনিগ্রামে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম এবং বাজুবাঘা ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতা ফিরোজ আহমেদ রঞ্জু আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম জানান, গড়গড়ি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রবিউল ইসলাম রবি (নৌকা) চার হাজার ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় বিএনপি সমর্থিত মাসুদ করিম টিপু (টেবিল ফ্যান) পেয়েছেন দুই হাজার ৬৫৬ ভোট। বাজুবাঘা ইউনিয়নে স্থানীয় বিএনপি সমর্থিত ফিরোজ আহমেদ আনারস প্রতীকে তিন হাজার ৬৯৮ ভোট পেয়ে মাত্র ১০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ফজলুর রহমান ভোট পেয়েছেন তিন হাজার ৫৯৮।

পাকুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মেরাজুল ইসলাম মেরাজ নৌকা প্রতীকে সাত হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ১৬৫ ভোট। মনিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সাইফুল ইসলাম নৌকা প্রতীকে ৯ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছেন ৯ হাজার ১৮৮ ভোট।

নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। চার ইউনিয়নে মোট ভোটার ছিলেন এক লাখ ৪৪ হাজার ৫৭৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩৯ হাজার ৭৪টি। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২৫২ জন।’

এ সম্পর্কিত আরও খবর