‘চেন্নাইতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন হবে’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 04:24:48

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে বাংলাদেশের একটি ডেপুটি হাইকমিশন হবে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিটোরে জয়পুর ফুট কৃত্রিম অঙ্গ সংযোজন ক্যাম্পের আয়োজন করেছে। মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারত সরকারের ‘মানবতার জন্য ভারত’ শীর্ষক উদ্যোগের আওতায় এই ক্যাম্পটির আয়োজন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০০ জন অঙ্গহীন ব্যক্তি উপকৃত হবেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ক্যাম্পটির উদ্বোধন পূর্বে দেওয়া বক্তৃতায় ভারতীয় হাই কমিশনার একথাগুলো বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার সঙ্গে আমরা সব সময় আছি।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনেক ধরনের উদ্যােগ নিয়েছে ভারত সরকার তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উদ্যােগ হলো জয়পুর ফুট আর্টিফিশিয়াল লিম্ব ফিটমেন্ট ক্যাম্প। বিশ্বের বিভিন্ন দেশে আমরা এ ধরণের ক্যাম্প করেছি। আমাদের এই উদ্যােগ ভুক্তভোগীদের যদি একটু কাজে লাগে তার জন্য আমরা কৃতজ্ঞ।



তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ভারত। প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ সবার আগে। বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা ঐতিহাসিক। গতবছর ১৪ দশমিক ৮ লাখ ভিসা দিয়েছি। এতো সংখ্যায় লোক ভারতে যায়। ভারতে অন্যান্য দেশ থেকে যত বিদেশি আসে তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু। এই উপমহাদেশে বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা সবচেয়ে বেশি ১০ বিলিয়ন ডলার।



এসময় ভারতের জয়পুর ফুট আর্টিফিশিয়াল লিম্ব ফিটমেন্ট প্রতিষ্ঠানটি বাংলাদেশকে ৫০০ কৃত্রিম পা দেয়।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের স্বাস্থ্য খাতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। অনেক বাংলাদেশি নাগরিক চিকিৎসার জন্য ভারতে যান। তাই তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে বাংলাদেশের একটি ডেপুটি হাইকমিশন খুলবে।



সারাদেশের অর্থোপেডিক সার্জনদের সংগঠন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি ও ভারতীয় হাইকমিশনের উদ্যােগে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মহাসচিব ডা. ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটোর পরিচালক ডা. গনি মোল্লাহ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম।



ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি (বিএমভিএসএস) ভারতের জয়পুরভিত্তিক একটি সংস্থা যা চলাচলের প্রতিবন্ধকতাসম্পন্ন এবং পোলিও, দুর্ঘটনা ও অন্যান্য রোগের কারণে অঙ্গহানি হওয়া মানুষদের নতুন জীবন দিতে এই সাশ্রয়ী জয়পুর ফুট তৈরি করেছে। বিএমভিএসএস দরিদ্র ও প্রতিবন্ধীদের গুরুত্ব দেয় এবং তাদের সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম অঙ্গ, ক্যালিপার্স এবং অন্যান্য সেবা দেয়।



সংস্থাটির জনহিতকর কাজের মাধ্যমে ভারত এবং সারাবিশ্বের ১ দশমিক ৮ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হয়েছে। বিএমভিএসএসের আট জন বিশেষজ্ঞের একটি দল ৪২ দিনব্যাপী এই ক্যাম্প পরিচালনা করছে। এটি বাংলাদেশে বিএমভিএসএস পরিচালিত চতুর্থ কৃত্রিম অঙ্গ সংযোজন ক্যাম্প। মঈন ফাউন্ডেশনের সহযোগিতায় ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে বিএমভিএসএসের তিনটি ক্যাম্পে ২ হাজার ২৯০ জনেরও বেশি মানুষ পুনর্বাসিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর