ময়মনসিংহে চলছে ৩ দিনব্যাপী ইজতেমা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-25 01:22:47

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ময়মনসিংহে চলছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

নগরের আঞ্জুমান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠান চলবে আগামী শনিবার (৯ নভেম্বর) পর্যন্ত।

ইতোমধ্যেই ময়মনসিংহ ও এর আশপাশের জেলা-উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এসে যোগ দিয়েছেন এ ইজতেমায়।

মুসল্লিদের থাকা খাওয়ার জন্য প্যান্ডেল ও রান্নার জায়গা ঠিক করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবীর মাধ্যমে ইজতেমায় আগত মুসল্লিদের সেবা দেয়ার পাশাপাশি বিশুদ্ধ পানি পান, অজুখানা ও টয়লেট স্থাপন, পর্যাপ্ত লাইট ও মাইকের ব্যবস্থাসহ জরুরি মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

এছাড়াও ইজতেমাকে ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা ও এর আশপাশ এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন। র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যসহ পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিশেষ মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

এ সম্পর্কিত আরও খবর