ময়মনসিংহে প্রাথমিক ও ইবতেদায়িতে ১ লাখ পরীক্ষার্থী

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-23 09:28:08

সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী রোববার (১৭ নভেম্বর)। এবারের পরীক্ষায় ময়মনসিংহ জেলা থেকে মোট ১ লাখ ২ হাজার ৫২৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিকে মোট ৮৮ হাজার ৭৪৪ জন এবং ইবতেদায়িতে ১৩ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী রয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার ১৩টি উপজেলায় ২৬০টি কেন্দ্রে প্রাথমিকে ৩৯ হাজার ৭৮৬ জন ছাত্রের বিপরীতে ৪৮ হাজার ৯৫৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। ইবতেদায়িতে ৭ হাজার ১৫৭ জন ছাত্র এবং ৬ হাজার ৬২৩ জন ছাত্রী এ পরীক্ষায় বসবে।

শফিউল ইসলাম বলেন, ‘সরকার প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে এবং দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় নারী শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে নারী ছাত্রীর সংখ্যা তাই প্রমাণ করে। এ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর