নকল ওষুধ বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 07:52:04

নকল ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও টেস্ট কিট বিক্রি করার দায়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকার ছয়টি প্রতিষ্ঠানকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক কোটি টাকা মূল্যের নকল ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সকাল থেকে বিকেলে পর্যন্ত অভিযান চলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

তিনি জানান, নকল ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও টেস্ট কিট বিক্রি করার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক কোটি টাকা মূল্যের নকল ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী জব্দ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর