রায়ে সন্তুষ্ট নিহত করিমের পরিবার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 06:44:43

রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া-করিমের মৃত্যুর ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আদালতের এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজীবের পরিবার।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে রায় ঘোষণার পর মোবাইল ফোনে তাৎক্ষ‌ণিক প্রতিক্রিয়ায় করিমের খালাতো ভাই মেহেরাজ উদ্দিন এ সন্তুষ্টির কথা জানান।

মেহেরাজ বলেন, করিমের মা অসুস্থ থাকায় আমরা আদালতে যেতে পারিনি। তিনি এখন দক্ষিণখান এলাকায় আমার বাসায় রয়েছেন। রায়ের কথা শুনে সকাল থেকেই তার মা কাঁদছিলেন। রায়ে তিনি সন্তুষ্ট হয়েছেন।

তিনি বলেন, আমরা শুরু থেকেই ঘাতকদের কঠোর শাস্তির দাবি করে আসছিলাম। প্রধানমন্ত্রীর কাছে যখন গিয়েছিলাম আমরা তখনও বলে এসেছি, এই মামলায় আসামিদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

এদিকে, দিয়া খানমের বাবা ও মামলার বাদি জাহাঙ্গীর আলমও রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।

এ সম্পর্কিত আরও খবর