বানরের সুরক্ষায় ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-30 23:32:07

ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলে আবরণহীন বৈদ্যুতিক তারে জড়িয়ে বানর স্পৃষ্ট হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বন কর্মকর্তাসহ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দিয়েছেন ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) শুভ্র চক্রবর্তীর পক্ষে ময়মনসিংহ জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল এ লিগ্যাল নোটিশটি পাঠান।

লিগ্যাল নোটিশে আগামী ৭ দিনের মধ্যে বনের ভেতরের তার সরানো, তারে কভারযুক্ত করা, বানরসহ সকল পশু পাখির নিরাপত্তা ও সুরক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল জানান, পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বহীনতা ও অবহেলাজনিত কারণে বানর পুড়ছে। যা খুবই নির্মম ও দুঃখজনক। তাই এ বন এবং বনের প্রাণীদের নিরাপত্তা, সংরক্ষণের জন্য দ্রুত ওই বিদ্যুতের তার সরানো ও আহত বানরদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আবরণহীন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হচ্ছে বানর

এ সম্পর্কিত আরও খবর