সাভারে মাফু হত্যার ঘটনায় গ্রেফতার ৩

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-31 01:34:44

সাভারের অন্ধ মার্কেটে মাহফুজুর রহমান মাফু (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক নুর খাঁন।

গ্রেফতারকৃতরা হলেন- বাবু ওরফে ফরিদ, দেলোয়ার হোসেন (৫৫) ও আমির হোসেন টিপু। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহত মাহফুজুর রহমান মাফু নবাবগঞ্জ জেলার বান্দুরা থানার বারোয়াখালী ইউনিয়নের করপাড়া গ্রামের আফসার উদ্দিন মোল্লার ছেলে। তিনি হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার হাজী মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক নুর খান জানান, দুপুর ২টার দিকে বাসা থেকে বের হন মাফু। পরে সন্ধ্যার দিকে তাকে অন্ধ মার্কেটে ডেকে নেন গ্রেফতারকৃতরা। এ সময় পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালিয়ে গণপিটুনির কথা প্রচার করেন তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় মাফুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানান তিনি।

এ ব্যাপারে সোমবার দুপুরে সাভার মডেল থানায় নিহতের প্রথম স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগেও ওই মার্কেটের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

এ সম্পর্কিত আরও খবর