বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে/ তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে...। না কারো বাড়ির ফুলের গন্ধ নয় নগর জুড়ে ললনাদের খোঁপার ফুলের গন্ধে ম-ম করছে চারপাশ। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সকলের পোশাকে বসন্তের আবিরে একাকার। প্রাণের এ উৎসবে সবাই মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বসন্তের রং ছড়িয়ে পড়েছে দোয়েল চত্বর, শাহবাগ বইমেলা সবখানে। প্রকৃতির মরা পাতা ঝরে গিয়ে গাছে গাছে দেখা মিলেছে নতুন পাতার সঞ্চার। ঝিমিয়ে থাকা কোকিলটাও কুহুতানে মেতে উঠেছে। জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় এসো মিলি প্রাণের উৎসবে এমন স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজন করেছে বসন্ত অনুষ্ঠানের।
বসন্তের বিভিন্ন গান, কবিতা, নৃত্যে বকুলতলা ভরে উঠেছে বাঙালির মিলন মেলায়। গায়ে রঙিন বসন, খোঁপায় নানা রঙের ফুল দিয়ে বকুলতলায় জড়ো হয়েছেন তরুণীরা। প্রিয়জনের দেয়া ফুলে খোঁপা রাঙিয়ে লজ্জায় লুটোপুটি খাচ্ছে ললনার কোমল বদন।
ফুল ছাড়া কি বসন্ত চলে..! এবার বসন্তের সঙ্গে ভালোবাসা দিবস যোগ হওয়ায় শাহবাগে ফুলের বিপণন বেড়েছে দ্বিগুণ। শুধু শাহবাগ নয় নগরীর বিভিন্ন গলির মোড়ে মোড়েও বসেছে অস্থায়ী ফুলের দোকান। ভিড় করছে তরুণীরা।
রঙিন বসনে ধানমন্ডি থেকে বসন্ত উদযাপন করতে এসেছে মেঘলা তুলছিল সেলফি। কথা হয় তার সঙ্গে। মেঘলা বার্তা২৪.কমকে বলেন, বসন্তের প্রথম দিন সকালে উঠে তৈরি হয়ে চলে আসি বকুলতলায়। এখানে না এলে যেন বসন্তের আনন্দটা কিছুটা ফিকে থেকে যায়।
শিশু তনিমা কমলা রঙের শাড়ি আর লাল টিপ পরে মায়ের সঙ্গে বসন্ত উদযাপন করতে সকালে চলে এসেছে বকুলতলায়। সে বকুলতলার গানের সঙ্গে গলা মেলানোর চেষ্টা করছিল। তনিমা হাসিমুখে বলে, আমার খুব ভালো লাগছে শাড়ি পড়েছি, সেজেছি, মাথায় ফুল লাগিয়েছি, গান শুনছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ অনিক নন্দী হলুদ পাঞ্জাবিতে নিজেকে রাঙিয়ে এসেছে, হাতে গাঁদা ফুলের মালা। অনিক বলে, এলোমেলো দক্ষিণের মলয়রে.. বকুলতলায় গানের মতোই দক্ষিণের মলয় বসন্ত এলোমেলো করে দেয়। সত্যি এটা প্রাণের উৎসব।
এ সময় বকুলতলা মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে নাট্যজন রামেন্দ্র মজুমদার বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, চারদিকে এতো রং দেখে কার না মন রঙিন হয়। এখানে আসলে মন এত প্রসন্ন হয়ে যায়। আমাদের এই দেশ ঋতু বৈচিত্রের দেশ। ঋতু পরিবর্তন শুধু প্রকৃতিতে নয় মানুষের মধ্যেও ঘটে। আমাদের লক্ষ্য হোক প্রত্যেক মানুষকে আমরা শ্রদ্ধা করবো ভালোবাসবো।