বিদ্যুতের গ্রাহকরা ট্রিপ শুনতে চায় না: প্রতিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 04:21:05

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘গ্রাহকরা মানসম্পন্ন বিদ্যুৎ চায়, ট্রিপ বা শাট ডাউনের কথা শুনতে চায় না। তাই গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা দিতে হবে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) জেনারেল ম্যানেজার সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষকে বিদ্যুৎ বিভাগ সেবা বর্ষ হিসেবে ঘোষণা করেছে। প্রতিদিন এক ঘণ্টা বেশি কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষ জনসম্পদ গড়ার উদ্যোগ নিয়েছে। জুনের মধ্যে গ্রিড এলাকায় এবং ডিসেম্বরের মধ্যে অফগ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এসব উদ্যোগের সঙ্গে আরইবি’র জেনারেল ম্যানেজারদের সম্পৃক্ত থেকে নিজেদের সর্বোচ্চ অবদান রাখতে হবে।’

তিনি বলেন, ‘আরইবি’র গ্রাহকরা গড়ে ৯৮ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করে যা দ্রুততার সঙ্গে ১ হাজার কিলোওয়াট-ঘণ্টায় উন্নীত করার উদ্যোগ নিতে হবে। বিদ্যুৎ ব্যবহার যত দ্রুত বাড়বে সামগ্রিক উন্নয়নও তত দ্রুত হবে।’

দু’দিনব্যাপী এই জেনারেল ম্যানেজার সম্মেলনে মুজিববর্ষে বিদ্যুতের লক্ষ্য, শতভাগ বিদ্যুতায়ন ও চ্যালেঞ্জ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সেবা সহজীকরণ, এপিএ লক্ষ্যমাত্রা, বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, শুদ্ধাচার, সেচ কার্যক্রম আলোচ্য সূচিতে রাখা হয়েছে।

বিতরণ প্রতিষ্ঠান হিসেবে সর্ববৃহৎ প্রতিষ্ঠান আরইবি। বর্তমানে গ্রাহক সংখ্যা ২ কোটি ৮২ লাখ। যার মধ্যে আবাসিক গ্রাহক রয়েছে ২ কোটি ৫৬ লাখ। আরইবি ৮০টি সমিতির মধ্যে ১৮ টি সমিতি সচ্ছল ।

আরইবি ৮০ লাখ প্রি-পেইড মিটার স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এখন পর্যন্ত ১১ লাখ ১০ হাজার প্রি-পেইড মিটার স্থাপন করেছে। বিতরণ অঞ্চলে ৪৬২ উপজেলার মধ্যে ৪১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। অবশিষ্ট উপজেলায় জুনের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর