যান্ত্রিক ক্রটি : শাহজালালে অবতরণ সৈয়দপুরগামী বিমানের

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-31 19:53:22

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ড্যাশ-৮ মডেলের বিমানটি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রী নিয়ে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে উড়ে যায়। এর ১৮ মিনিট পর ফিরে এসে জরুরি অবতরণ করে। শাহজালাল বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের বিজি-৪৯৩ বিমানটি দুপুর ১২টা ২৮ মিনিটে সৈয়দপুরের উদ্দেশ্যে উড়ে যায়। কিন্তু যান্ত্রিক ক্রটির কারণে ১৮ মিনিট পর দুপুর ১২টা ৪৬ মিনিটের দিকে শাহজাহালে জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদেরকে নিরাপদে নামিয়ে আনা হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে অন্য একটি বিমানে করে যাত্রীদেরকে নিরাপদে সৈয়দপুরে নিয়ে যাওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,  বিমানটির ইঞ্জিনে প্রেশারে সমস্যার কারণে পাইলট তা ঢাকায় ফেরত এনেছেন। মাত্র আট দিন আগে (১২ মার্চ) নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে বেসরকারি ইউএস-বাংলার ড্যাশ-৮ মডেলের একটি বিধ্বস্ত হলে ৪৯ জন যাত্রী নিহত হন। এদের মধ্যে বাংলাদেশি ২৬ যাত্রী রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর