রোহিঙ্গারা বনভূমি নিশ্চিহ্ন করায় ভূমি ধ্বসের আশঙ্কা

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:26:58

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে প্রায় ৫ হাজার একর বনভূমি নিশ্চিহ্ন হয়ে গেছে। চলতি বর্ষায় এ কারণে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পগুলিতে ভূমি ধসের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে ডিসি সম্মেলনে বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, আমি ডিসিদের কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে যেখানেই ভূমি ধসের আশঙ্কা রয়েছে সেখানেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় ওঠে আসে রোহিঙ্গাদের জন্য পরিবেশ বিপর্যয় প্রসঙ্গটি।

রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা হয়েছে প্রায় দেড় লাখের বেশী আশ্রয় ক্যাম্প। পাহাড় ও বন কেটে স্থাপন করা হয়েছে তাদের জন্য নানা অবকাঠামো। ফলে ওই সময়ে উজাড় হয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় পাঁচ হাজার একর সংরক্ষিত বনভূমি। এই বিপুল বনভূমি উজাড় হওয়ায় প্রায় ৪শ কোটি টাকা পরিমাণ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। এই বনভূমি আরো নেওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ভয়ানক পরিবেশগত ঝুঁকির মুখোমুখি এসে দাঁড়িয়েছে দেশের বনাঞ্চল।

এ অবস্থায় ডিসিদের মাঠ পর্যায়ে আরো সজাগ হয়ে কাজ করার তাগিদ দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর