বিজ্ঞান জাদুঘরে আসছে টাইটানিক জাহাজ

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 15:35:29

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে দর্শনার্থী ও শিক্ষার্থীদের কাছে আরও শিক্ষণীয় ও আকর্ষণীয় করার জন্য টাইটানিক জাহাজের একটি মডেল স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেড এর সঙ্গে এ লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খুলনা শিপইয়ার্ড লিমিটেড এর পক্ষে স্বাক্ষর করেন ক্যাপ্টেন এম. ফিদা হাসান, (বি.এন.), জি. এম. এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষে জনাব সুকল্যাণ বাছাড়, কিউরেটর।

১ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে টাইটানিকের আদলে নির্মিত এ জাহাজ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দক্ষিণ প্রান্তে বসানো হবে। এর নিচে থাকবে একটি জলাশয়।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ বিজ্ঞান জাদুঘরকে একটি বিশ্বমানের আধুনিক জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে সামুদ্রিক পরিবেশের আবহ তৈরি করে জাহাজটি নির্মাণ ও স্থাপন করা হবে। টাইটানিক জাহাজের ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপস্থাপন করে এ প্রকল্প বাস্তবায়িত হবে।

এ সম্পর্কিত আরও খবর