মাদক সমস্যা বাদ দিয়ে রাস্তার জন্য লড়ছেন এমপি বদি

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 21:18:04

উখিয়া (কক্সবাজার) থেকে: মাদক সিন্ডিকেডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আলোচিত-সমালোচিত সংসদ সদস্য (এমপি) বদি এখন পুরোপুরিভাবে যানজট নিরসনে ব্যস্ত। মাদক সমস্যা নয়, তিনি চিন্তিত এলাকার যানজট নিয়ে। এ সমস্যার নিরসনে বিকল্প রাস্তা নির্মাণের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে সরকার ও দাতা সংস্থার সঙ্গে নানা পর্যায়ে লড়াই করছেন তিনি।

শুক্রবার (২৭ জুলাই) সকালে জাপানের উন্নয়ন সংস্থা (জাইকার) সাথে সংসদীয় দলের বৈঠকে উখিয়া-টেকনাফ সড়ককে চার লেনে উন্নীত করা এবং ১০টি ব্রিজ নির্মাণের প্রস্তাব করেন তিনি। তিনি জানান, 'আশা করছি দ্রুত জাইকা আমার প্রস্তাব বিবেচনায় নিবে।'

মাদক বিরোধী অভিযানের এক পর্যায়ে তাকে নিয়ে মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হলে সপরিবারে ওমরা পালন করতে যান এই এমপি। সেখান থেকে ফিরে এসে মাদকের বদলে যানজট নিয়ে সরব হয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব আবদুর রহমান বদি।

সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বদি বলেন, 'মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কারণে বিভিন্ন এনজিও সংস্থা কাজ করার ফলে উখিয়া-টেকনাফ মহাসড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় উখিয়া-টেকনাফে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে উখিয়ার জনগণের স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হয়ে সড়কে দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণহানী হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব বিকল্প সড়ক নির্মাণ না হলে এই সমস্যা আরও জটিল হবে।'

এমপি বদি আরো বলেন, 'রোহিঙ্গা ক্যাম্পে যে এনজিও কাজ করে তারা বা সরকারের নিজস্ব অর্থায়নে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে চেপটখালী হয়ে উখিয়া ফলিয়াপাড়া এন আই চৌধুরী সড়কে সংযুক্ত করে দিলেই যানজট কমে যাবে।'

তিনি উখিয়ার কোর্ট বাজার সড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করা, উখিয়া-টেকনাফকে দ্রুত শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার উপরও গুরুত্বারোপ করেন। জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ এই সভায় তিনি মাদক সমস্যা নিয়ে একটি কথাও বলেন নি। বরং জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে তার এলাকার চরম মাদক সাম্রাজ্যের বদলে যানজট ও রাস্তার বিষয়ে জোরেশোরে তদবির করে চলেছেন।

এ সম্পর্কিত আরও খবর