মোদিকে সম্পূর্ণ নিরাপত্তা দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-07-19 13:54:57

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলায় এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশে নরেন্দ্র মোদি আসছেন। তার সফরের দিনক্ষণ ঠিকই রয়েছে। মোদি সফরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারব কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে পারব। সরকার অবশ্যই পারবে। আপনি কি বলেন-আমাদের অতিথিদের অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব।

তিনি বলেন, মোদিকে যথাযোগ্য মর্যাদা দেব। উনার যেটা পাওনা সেটা আমরা দেব। আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুনিয়ায় সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। অবশ্যই আমরা তার উপযুক্ত সম্মান দেব।

তিনি আরও বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও সোনিয়া গান্ধীর সফরও নির্ধারিত সময়েই হবে। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানসহ মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্র/সরকারপ্রধান, রাষ্ট্র/সরকারপ্রধানের প্রতিনিধি, রাজনীতিবিদ, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও খ্যাতিমান ব্যক্তিত্ব।

যেসব বিশিষ্ট ব্যক্তি তাদের উপস্থিতির কথা নিশ্চিত করেছেন তারা হলেন—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রণব মুখোপাধ্যায়, সোনিয়া গান্ধী, বঙ্গবন্ধুর নাতনী ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রেজওয়ান সিদ্দিকী, ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য রুশনারা আলী, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য লে থু হা, নেপালি কংগ্রেসের অর্জুন নরসিংহ কে সি, ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভা।

এ সম্পর্কিত আরও খবর