রংপুরে ৩ ভাগে কাজ করছে সেনাবাহিনী

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 05:13:40

করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব ও জনসমাগম নিয়ন্ত্রণে রংপুর মহানগরসহ আট উপজেলায় মাঠে নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা। তিনটি ভাগে বিভক্ত হয়ে রাস্তায় টহলসহ করোনা রোধে সচেতনতামূলক কাজ করছেন তারা।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে সেনা সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন। সকালে লেফটেন্যান্ট কর্নেল তারেক, নাসির এবং মেজর ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিমের সঙ্গে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

ডিসি বলেন, ‘সেনা সদস্যরা তিনটি ভাগে বিভক্ত হয়ে রংপুরে কাজ করছেন। এরমধ্যে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় একটি টিম। পীরগঞ্জ ও গঙ্গাচড়াতে একটি এবং বাকি চারটি উপজেলা ও রংপুর মহানগর এলাকায় আরেকটি টিম কাজ করছে।’

রাস্তায় টহলসহ করোনা রোধে সচেতনতামূলক কাজ করছেন তারা

তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী প্রথমত বিদেশ ফেরতদের বাড়িতে সঙ্গরোধ নিশ্চিতকরণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং ঘোষিত আইসোলেশন সেন্টার এবং ইনস্টিটিউশনাল সঙ্গরোধ সেন্টার ভিজিটের মাধ্যমে আমাদের সঙ্গে কাজ করবে। পাশাপাশি বিভিন্নভাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করে এই মহামারি রোধে কাজ করবে।’

আসিব আহসান বলেন, ‘সেনা সদস্যরা প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করবে। তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী বিভক্ত হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে।’

এ সম্পর্কিত আরও খবর