করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংকটে আবারও পাশে দাঁড়ালেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
রোববার (২৯ মার্চ) বিকেলে মেয়রের দফতরকক্ষে সিভিল সার্জন ডাঃ এ বি এম মশিউল আলমের হাতে ৭০টি পুনর্ব্যবহারযোগ্য পিপিই প্রদান করেন মেয়র টিটু।
পরে সিভিল সার্জন ডাঃ এ বি এম মশিউল আলম বলেন, পরিষ্কারযোগ্য এ পিপিইগুলো দিয়ে অনেক রোগীর সেবা দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ মার্চ) সিভিল সার্জনকে ৫০টি পিপিই ও ৩০০ হ্যান্ড স্যানিটাইজার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০ পিপিই ও ৫০০ হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।