করোনা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশ দ্বারে চেক পোস্ট

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-31 21:55:22

করোনা প্রতিরোধে পুলিশের চেক পোস্ট বসিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে আসা কেউ আশুগঞ্জ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করছেন কি না, তা মনিটর করছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজার কাছে এ চেক পোস্ট বসানো হয়। চেক পোস্টে বিভিন্ন এলাকা থেকে আসা সব গাড়ি তল্লাশি করছে পুলিশ।

আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর অনেক এলাকা লকডাউন করা হয়েছে। এসব জেলা থেকে যাতে কোনোভাবেই কেউ ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করতে না পারেন, সেজন্য কঠোরভাবে মনিটর করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পূর্বাঞ্চলের প্রবেশ দ্বার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজায় শুক্রবার সকাল থেকে বিশেষ চেক পোস্ট বসানো হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী আশুগঞ্জের টোল প্লাজায় চেক পোস্ট বসানো হয়েছে। তল্লাশি ছাড়া কোনো যানবাহনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কোথাও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড় অযথা চলাচলকারীদেরও ঘরে থাকতে উৎসাহিত করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর