বেতন না পেয়ে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

, জাতীয়

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 02:31:46

সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নেমেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। প্রতিশ্রুতি দিয়েও কারখানা কর্তৃপক্ষ বেতন না দেয়ায় বিক্ষোভ করেন তারা।

রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে হেমায়েতপুর এলাকার তেঁতুলঝোড়ায় রাকিব এপারেন্স নামে তৈরি পোশাক কারখানার সামনে ঢাকা সিংগাইর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

 কবে নাগাদ বেতন দেয়া সম্ভব হবে সেটাও জানানো হয়নি 

শ্রমিকরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে দেখতে পান আজ বেতন দেওয়া সম্ভব নয় বলে কর্তৃপক্ষ নোটিশ ঝুলিয়ে দিয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে কবে নাগাদ বেতন দেয়া সম্ভব হবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বেতন দেওয়া সম্ভব নয় বলে কর্তৃপক্ষ নোটিশ ঝুলিয়ে দিয়েছে

পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই বেতন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এবং দিনক্ষণ নতুন করে জানিয়ে দেয়া হবে।

বেতন প্রত্যাশী শ্রমিকরা নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন। তারা জানান, কারখানার ফটক বন্ধ। কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও তাদের পাওয়া যাচ্ছে না। এ সময় সড়কে অবস্থান নিয়ে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সম্পর্কিত আরও খবর